- মেয়ের নামে বাড়িয়ে বলা হচ্ছে, সংবাদমাধ্যমে মুখ খুলে বললেন শ্বেতা চক্রবর্তীর বাবাon March 21, 2023 at 7:30 am
অয়নের নির্মাণপ্রকল্পগুলি দেখভালের দায়িত্ব দেন শ্বেতাকে। এর পর অয়ন শীল শ্বেতাকে নিজের সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করেন। তাঁর ছবি দিয়ে সংস্থার ডায়েরি সহ বিভিন্ন প্রচার সামগ্রী তৈরি করেন।
- Omprakash Mishra: ছাত্র আন্দোলন থামতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, আবার উপাচার্য পদে ওমপ্রকাশon March 21, 2023 at 7:13 am
২৫ জানুয়ারি ভারপ্রাপ্ত উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের মেয়াদ শেষ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুপুর দাসের মেয়াদ শেষ হয়। ভারপ্রাপ্ত ফিনান্স অফিসার সুখেন্দ্র নারায়ণ সাহাও অবসর নেন। এখন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৬ জন অস্থায়ী কর্মীদের একমাসের বেতন বকেয়া রয়েছে।
- পুরসভায় চার লাখে বিক্রি হয়েছে মজদুরের চাকরি, ৭ লাখে গ্রুপ সিon March 21, 2023 at 7:10 am
আদালতে ইডি জানিয়েছে, রাজ্যের ৬০টি পুরসভায় চাকরি বিক্রির প্রমাণ তাঁরা পেয়েছে। মজদুর থেকে গ্রুপ সি কর্মী, সমস্ত পদে চাকরি বিক্রি হয়েছে। চাকরি বিক্রির জন্য রীতিমতো পদ অনুসারে দরের তালিকা তৈরি করেছিলেন অয়নরা।
- 5th Pay Commission DA Case Latest Updates: আরও বাড়ল অপেক্ষার মেয়াদ, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল DA মামলার শুনানিon March 21, 2023 at 6:47 am
5th Pay Commission DA Case Latest Updates: আজ সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) মামলার শুনানি হবে। পঞ্চম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা সংক্রান্ত সেই মামলার শুনানি হতে চলেছে। সেই মামলার সাম্প্রতিক আপডেট দেখে নিন।
- Road Accident: সরকারি বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, উলুবেড়িয়ায় মর্মান্তিক মৃত্যু তিনজনেরon March 21, 2023 at 6:34 am
উলটোদিক থেকে চলে আসে ওই চারচাকার গাড়িটি। বাসের সঙ্গে ওই চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে গাড়ির অর্ধেক অংশ বাসের নীচে ঢুকে যায়। তারপর বাসটি বেশ কিছুটা ঘষটে ঘষটে নিয়ে যায় গাড়িটিকে। আর থেমে যায়। দুর্ঘটনায় পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী।
- Malda Gangrape: মালদায় শ্রেণিকক্ষে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, তিনজনকে গ্রেফতার করে মামলা দায়েরon March 21, 2023 at 6:03 am
এখানে বিদ্যালয়ের মধ্যে নাবালিকা ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। মালদার গাজল থানা এলাকার ঘটনায় এখন চর্চা তুঙ্গে। আর কিছু মেয়ের অভিভাবকরা স্কুলে পাঠানো নিয়ে আতঙ্কে ভুগছেন। গাজোল থানায় স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
- TMCP Committee: তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটি গঠন, কাদের উপর ভরসা রাখা হয়েছে?on March 21, 2023 at 5:39 am
রাজ্য কমিটি বা জেলা কমিটির কোনও পদেই ছাত্রনেতা সুপ্রিয় চন্দর নাম না থাকায় তিনি আজ, মঙ্গলবার সকালে সংগঠন ছাড়ার কথা ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি নানা বিষয়ে দলের গাইডলাইনের বাইরে গিয়ে ভিন্নমত পোষণ করে বিতর্কে জড়িয়েছিলেন প্রেসিডেন্সির এই ছাত্রনেতা। তাই সমস্ত কমিটি থেকে বাদ রাখা হচ্ছে।
- Mamata-Anubrata: ওড়িশা সফর শেষে মমতা আসবেন বীরভূমে, কেষ্ট ছাড়াই বৈঠকে কড়া বার্তার সম্ভাবনাon March 21, 2023 at 4:53 am
বৃহস্পতিবার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরবেন। আর শুক্রবারই বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। একই সঙ্গে তিনি মন্ত্রী চন্দ্রনাথ সিহা, বিধায়ক অভিজিৎ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে জেলা সংগঠন দেখভালের দায়িত্ব দিয়েছেন।
- Yellow Taxi: হলুদ ট্যাক্সির পরিবর্তন ইলেকট্রিক যানে, শহরকে পরিবেশবান্ধব করতে নয়া উদ্যোগon March 21, 2023 at 4:21 am
যেসব হলুদ ট্যাক্সির ১৫ বছর হয়ে গিয়েছে সেগুলিকে নতুন করে গড়ে তোলা হবে। সেগুলিকে ইলেকট্রিক যানবাহনে পরিবর্তন করা হবে। তাতে শহরে দূষণ কমবে। আর পরিবেশবান্ধব যানবাহন পাবে মহানগরী। এই বিষয়টি নিয়ে একটি কর্মশালা করা হয়। যৌথ উদ্যোগে তা করে বণিকসভা বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং ব্রিটিশ সরকার।
- Vidyasagar Setu: বিদ্যাসাগর সেতুতে দুর্ঘটনা ও ঝাঁপ রুখতে একাধিক পদক্ষেপ পুলিশ ও HRBC-রon March 21, 2023 at 4:05 am
বিদ্যাসাগর সেতুতে ১০টি ক্যামেরা রয়েছে। তার মধ্যে ৬টি ক্যামেরা খারাপ হয়ে রয়েছে। আমফানে এই সমস্ত ক্যামেরা খারাপ হয়ে গিয়েছিল। আরও একটি ক্যামেরা দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আপাতত তিনটি ক্যামেরা সেখানে কাজ করছে। এসবের কারণে সেখানে নজরদারিতে অসুবিধা হচ্ছে।
- Job in food department: খাদ্য দফতরে নিয়োগের নামে ৯ লক্ষ টাকা প্রতারণা, কাঠগড়ায় CPM নেতাon March 21, 2023 at 3:48 am
তন্ময় বিশ্বাস নামে স্থানীয় এক যুবক সজলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন। গত শনিবার তিনি থানায় এই অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, কয়েক মাস আগে তিনি সজলকে খাদ্য দফতরে নিয়োগের জন্য টাকা দিয়েছিলেন। সম্প্রতি তিনি নিয়োগপত্র হাতে পান।
- Bogtui Massacre: বগটুইয়ে নৃশংস গণহত্যার বর্ষপূর্তি, আজও কি রাতে শিউরে ওঠেন এলাকার মানুষ?on March 21, 2023 at 3:16 am
বগটুই গ্রামে এসে মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সাহায্যের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে তৃণমূল কংগ্রেসের তৎকালীন ব্লক সভাপতি আনারুল হোসেন গ্রেফতার হয়। পোড়া মাংসের গন্ধে মুহূর্তে গোটা বাংলা জেনে গিয়েছিল বীরভূমের এই গ্রামটার নাম।
- Ayan Shil Arrested: অয়ন–ঘনিষ্ঠ টলিউড নায়িকার যোগ পেল ইডি, টাকার লেনদেন কি তাঁর অ্যাকাউন্টেও?on March 21, 2023 at 2:40 am
তদন্তে নেমে ইডি জানতে পেরেছে, লক্ষ লক্ষ টাকা নগদ হাতে আসতেই অয়নের চালচলন বদলে যায়। জমি–ফ্ল্যাট এবং নিত্যনতুন গাড়ি কেনা অভ্যাসে পরিণত করে ফেলেন শীল মহাশয়। দুর্নীতি চক্রের চাঁইদের নিয়ে বেশি রাত পর্যন্ত বৈঠক করতেন এই প্রোমোটার। বৈঠক শেষে চলত চব্য–চষ্য খানাপিনা ও মোচ্ছব।
- Arjun Singh: সাগরদিঘিতে দলের হারের নতুন ব্যাখ্যা অর্জুনের, প্রশ্ন বাবুলের মন্ত্রিত্ব পাওয়াতেওon March 20, 2023 at 6:56 pm
হারের কারণ নিয়ে নতুন মন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন তৃণমূল নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আমডাঙায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি দলের সাংগঠনিক ক্রটি নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন।
- কেকের মৃত্যুর দায় কার? জিতেন্দ্রর গ্রেফতারি নিয়ে মোক্ষম প্রশ্ন তুললেন দিলীপ ঘোষon March 20, 2023 at 6:45 pm
কলকাতায় প্রয়াত হয়েছিলেন কেকে। সেই মৃত্যুর দায় কার? জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারির পর সেই পুরানো প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ।
- সংখ্যালঘুদের জন্য কী করেছেন নওশাদ? বিধায়কের গায়ে হাত তুলেও ক্ষমা চাইবেন না তোতাon March 20, 2023 at 5:54 pm
কার্যত বিধায়কের গায়ে হাত তুলেও তিনি একেবারেই ভুল স্বীকার করতে রাজি নন। তার দাবি নওশাদ সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কী করেছেন?
- Duare Sarkar Camp: নজরে পঞ্চায়েত ভোট, গ্রামীণ এলাকায় বুথস্তরে দুয়ারে সরকার শিবির করবে রাজ্যon March 20, 2023 at 5:43 pm
সোমবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই সময় এই নির্দেশ তিনি দেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
- Amartya Sen: নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি মিউটেশন, বিতর্ক থামবে?on March 20, 2023 at 5:14 pm
এই জমিকে ঘিরে বিতর্কের রেশ এতদিন যে উচ্চগ্রামে চলছিল তার চড়া সুর এবার কিছুটা কমতে পারে। এদিকে ২৯ মার্চ নথি নিয়ে হাজির হওয়ার জন্য অমর্ত্য সেনকে চিঠি পাঠিয়েছিল বিশ্বভারতী। কিন্তু তিনি এবার যান কি না, তিনি গেলেও কোন নথি নিয়ে যান তা নিয়ে প্রশ্নটা ঝুলেই রয়েছে।
- Meena Devi Purohit: পুরসভায় অসুস্থ BJP-র মীনাদেবী পুরোহিত, সুস্থ করতে আইসক্রিম এগিয়ে দিলেন TMC মেয়রon March 20, 2023 at 5:00 pm
সোমবার অধিবেশনে বক্তব্য রাখার সময় অসুস্থ বোধ করেন বিজেপি কাউন্সিলর। তাঁর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অসুস্থ অবস্থায় তাঁকে বক্তব্য রাখতে নিষেধ করেন চেয়ারপার্সন মালা রায়।
- Fire: মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩, দাউ দাউ করে জ্বলে গেলon March 20, 2023 at 4:18 pm
বিস্ফোরণ মহেশতলায়। জ্বলছে বাজি কারখানা। মৃত ৩।
- পড়াশুনো বন্ধ করে স্কুলে তৃণমূল বিধায়কের ‘সুরক্ষা কবচ’, ধমকে থামালেন স্থানীয়রাon March 20, 2023 at 3:01 pm
সোমবার বড়ঞা ২ নম্বর পঞ্চায়েতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগদান করেন স্থানীয় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। স্থানীয় নিমা প্রাথমিক স্কুল পরিদর্শন করেন তিনি। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। ছিল খাওয়া দাওয়ার আয়োজনও। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, সকাল ১০টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল সেই কর্মসূচি।
- কুন্তলের মাধ্যমে অয়ন শীলের টাকা পৌঁছত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে: EDon March 20, 2023 at 2:45 pm
ইডির তরফে জানানো হয়েছে, অয়ন শীলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৫০ কোটি টাকা লেনদেন হয়েছে। ইডি নিশ্চিত যে নিয়োগ দুর্নীতির টাকাই লেনদেন হয়েছে অয়নের অ্যাকাউন্টের মাধ্যমে।
- Kaustav Bagchi: কৌস্তভ বাগচীকে CRPF নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, হাইকোর্টে জানাল কেন্দ্রon March 20, 2023 at 2:07 pm
গত ৪ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে গভীর রাতে কৌস্তভ বাগচীকে গ্রেফতার করেছিল পুলিশ। সকালে তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হলে ওইদিনই তিনি জামিন পান।
- Chanchal Super Speciality hospital: চাঁচল হাসপাতালে পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ জেলাশাসক, প্রকট শয্যার অভাবের সমস্যাon March 20, 2023 at 1:45 pm
গত শনিবার হাসপাতাল পরিদর্শনে যান জেলাশাসক। সেখানে হাসপাতালের দুর্দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতাল খতিয়ে দেখার পরে জেলাশাসক হাসপাতাল কর্তৃপক্ষকে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি শৌচাগার পরিষ্কার করার নির্দেশ দেন।
- 100 days work: কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ বিজেপির নেতা কর্মীদেরon March 20, 2023 at 1:14 pm
এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা নথি খতিয়ে দেখতে পঞ্চায়েতের কার্যালয়ে যান। সেখান থেকে বেরিয়ে আসার পর তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির স্থানীয় নেতা কর্মীরা। বিজেপির কিসান মোর্চার জেলা সাধারণ সম্পাদক পরিতোষ রায়ের নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখান হয়।
- চুঁচুড়ায় বৃদ্ধের ফ্ল্যাট হাতানোর অভিযোগ অয়ন শীলের বিরুদ্ধেon March 20, 2023 at 12:55 pm
বৃদ্ধ রাধিকাবাবু বলেন, নিজের নামে ফ্ল্যাট নিয়েছিল না বউয়ের নামে তা মনে করতে পারছি না। এমনকী ফ্ল্যাটির রেজিস্ট্রেশন হয়েছিল কি না তাও মনে নেই বৃদ্ধের।
- Guest house in Puri: পর্যটকদের জন্য সুখবর! পুরীতে গেস্ট হাউস করবে রাজ্যon March 20, 2023 at 12:53 pm
মঙ্গলবার বিকালে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন রাতে ভুবেনশ্বরে থাকবেন তিনি। বুধবার সকালে পুরীর মন্দিরে পুজো দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- দুর্গাপুরে স্ত্রী – সন্তানসহ যুবকের আত্মহত্যায় মা-সহ গ্রেফতার ৩on March 20, 2023 at 12:33 pm
এই ঘটনার সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে বলে জানিয়েছেন অমিতের পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, অমিতের কয়েকজন আত্মীয় টেট না দিয়েই ২০১২ সালে প্রাথমিকে চাকরি পেয়েছিলেন। সেকথা জেনে যান অমিত। দুর্নীতির কথা প্রকাশ্যে আনায় তাঁকে নানা ভাবে চাপ দেওয়া হচ্ছিল।
- চাকরি বিক্রি হয়েছে পুরসভাগুলিতেও, অয়নকে আদালতে পেশ করে বলল EDon March 20, 2023 at 12:18 pm
সোমবার বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর অয়ন শীলকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি। সেখানে ইডির আইনজীবী বলেন, এসএসসি – টেট ছাড়াও দুর্নীতি হয়েছে পুরসভার নিয়োগেও। রাজ্যের ৬০টি পুরসভায় ৫০০০ পদে বেআইনি নিয়োগ হয়েছে।
- গরুমারার জঙ্গলের কাছেই আবাসন ! TMCকে নিশানা BJP বিধায়কের, কেন্দ্রকে চিঠিon March 20, 2023 at 11:38 am
বলা হচ্ছে লাটাগুড়ির জঙ্গলের কাছেই হবে এই আবাসন। বিজেপি বিধায়কের দাবি, এলাকায় গিয়ে হতবাক হয়ে গিয়েছি। এটা কীভাবে সম্ভব?
- Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর দফতরে লাখ মাইনেতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, প্রশ্ন তুললেন শুভেন্দুon March 20, 2023 at 11:12 am
মুখ্যমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে স্বারাষ্ট্র দফতর ও তাঁর দফতরের অধীনে অভিযোগ নিস্পত্তি বিভাগে তিনটি পদের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হয়েছে।
- Purulia: পুরুলিয়ায় তৈরি হবে বিমানবন্দর, খরচ ৩০০ কোটি, অযোধ্যা যাওয়া আরও সহজon March 20, 2023 at 10:52 am
সব দিক ঠিক থাকলে ২০২৫ সালের মাঝামাঝি এখানে বিমানবন্দর চালু হতে পারে। ইতিমধ্য়েই ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। পরিবহণ দফতরের বিশেষ সচিব, পুরুলিয়ার জেলাশাসক সহ প্রশাসন ও পরিবহণ দফতরের পদস্থ কর্তারা এই জায়গাটি পরিদর্শন করেন।
- মেয়ে আসতে পারে শুনেই শ্বাসকষ্ট শুরু হল অনুব্রতর, হাসপাতালে নিয়ে গেল EDon March 20, 2023 at 10:45 am
ইডি সূত্রে জানা গিয়েছে, অসুস্থতার কথা মাথায় রেখে দিল্লির সদর দফতরে অনুব্রতকে হাজতে রাখা হয়নি। ইডি দফতরের একটি ঘরে রয়েছেন তিনি। রবিবার সন্ধ্যায় সেখানেই শ্বাসকষ্ট শুরু হয় অনুব্রতর। শ্বাসকষ্ট কমাতে ইনহেলার ব্যবহার করেন তিনি। কিন্তু তাতে খুব বেশি লাভ হয়নি।
- Balurghat: বর্ষার আগেই ইলেকট্রিক ট্রেন চলতে পারে বালুরঘাটে, দিন গুনছেন জেলাবাসীon March 20, 2023 at 10:16 am
উত্তরবঙ্গের একেবারে প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুর। এখানেই রয়েছে হিলি সীমান্ত। এবার সেই জেলার রেল প্রকল্প নিয়ে খুশির খবর।
- সুইসাইড নোটে ছিল অয়ন শীলের নাম, পুলিশের দাবি ৪ বছর ধরে তদন্ত চলছেon March 20, 2023 at 10:13 am
স্থানীয়রা জানাচ্ছেন, এলাকায় সবাই অয়নকে ভদ্রলোক বলেই চেনেন। তাঁর বাবা – মাও অত্যন্ত সজ্জন মানুষ। বাম জমানায় হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন অয়ন। সঙ্গে কম্পিউটার সারাতেন তিনি।
- HS Exam Math Question Solution: উচ্চমাধ্যমিকের অঙ্কের ১টি প্রশ্নে ‘গুগলি’, কীভাবে করতে হবে? কষে দেখালেন শিক্ষকon March 20, 2023 at 9:52 am
HS Exam Math Question Solution: শিক্ষকদের মতে, উচ্চমাধ্যমিকের অঙ্কের একটি প্রশ্নে ‘গুগলি’ ছিল। অর্থাৎ কিছুটা কঠিন ছিল। ওই প্রশ্নের অঙ্ক সমাধানের ক্ষেত্রে পরীক্ষার্থীদের একাংশ সমস্যায় পড়তে পারেন। ওই অঙ্কটা আসলে কীভাবে সমাধান করতে হবে, তা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে জানালেন অঙ্কের শিক্ষক।
- Offbeat Darjeeling: তিস্তার প্রেমে পড়েছে কাঞ্চন, মন ভালো করতে ঘুরে আসুন ভালুখোপon March 20, 2023 at 9:36 am
অফবিট দার্জিলিং। ঘিঞ্জি পাহাড় ছেড়ে বেরিয়ে পড়ুন নির্জনতার সন্ধানে। যা নিয়ে ফিরবেন সঙ্গী থাকবে বছরভর। এখানেই দেখতে পাবেন কীভাবে তিস্তাকে ভালোবাসে কাঞ্চনজঙ্ঘা। এ এক ভালোবাসার গ্রাম।
- HS 2023 Psychology Exam Review: ‘৭০-র মধ্যে সহজেই ৬০ নম্বর পাওয়া যাবে’, কেমন হল উচ্চমাধ্যমিকের সাইকোলজির প্রশ্ন?on March 20, 2023 at 9:17 am
HS 2023 Psychology Exam Review: আজ উচ্চমাধ্যমিকের সাইকোলজি বা মনোবিজ্ঞানের পরীক্ষা ছিল। পরীক্ষায় প্রশ্নপত্র অত্যন্ত সহজ এসেছে বলে মত বিশেষজ্ঞ শিক্ষকের। তিনি জানান, ৭০ নম্বরের লিখিত পরীক্ষায় অনায়াসে ৬০ নম্বর পাওয়া যাবে। ৬৫ নম্বর পাওয়াও কোনও ব্যাপার নয়
- ২০১২ প্রাথমিক টেটে দুর্নীতির আশঙ্কা, CBI-এর দাবিতে হাইকোর্টে দায়ের হল মামলাon March 20, 2023 at 9:10 am
পর পর প্রকাশ্যে আসতেই ২০১২ টেটে দুর্নীতির সম্ভাবনা খতিয়ে দেখতে আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী শামিম আহমেদ। এব্যাপারে মামলা দায়ের করে মামলাকারীকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা।
- HS 2023 Mathematics Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের অঙ্ক প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরাon March 20, 2023 at 8:54 am
HS 2023 Mathematics Exam Review: উচ্চমাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল সোমবার। এবার উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগের চতুর্থ পরীক্ষা ছিল এটি। কেমন হল অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র? সে কথাই জানালেন বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকরা।